Home » Computer Protection
Category Archives: Computer Protection
কম্পিউটারকে ভাল রাখার সহজ কিছু পদ্ধতি
কম্পিউটারকে ভাল রাখার সহজ কিছু পদ্ধতি
কম্পিউটারকে ভাল রাখতে যে সব বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে তা হল-
সপ্তাহে অন্তত একবার ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন।
রিলায়েবল একটি আপডেটেড এন্টিভাইরাস ইউজ করুন, একাধিক এন্টিভাইরাস ইন্সটল করবেন না পিসিকে স্লো করে দেয়।
অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করা থেকে বিরত থাকুন।
কাজ শেষ হয়ে গেলে যে সব সফটওয়্যার আপাতত আর কাজে লাগবে না সেগুলি আনইন্সটল করুন।
CCleaner Utility ব্যবহার করতে পারেন।
Start menu-run ক্লিক করে লিখুন %Temp% এরপর ok করুন, দেখবেন অনেক ফাইল এসেছে এগুলি delete করুন।
Start menu-run ক্লিক করে লিখুন recent এরপর ok করুন, দেখবেন অনেক ফাইল এসেছে এগুলি delete করুন।
প্রত্যেক ড্রাইভে মিনিমাম ১৫% জায়গা খালি রাখুন।
পিসিতে ডিস্ক/পেন ড্রাইভ/মেমোরি যাই add করুন না কেন, অবশ্যই ওপেন করার আগে ভালো এন্টিভাইরাস দিয়ে চেক করে নিবেন।






Protect your computer from viruses
Protect your computer from viruses and other threats isn’t difficult, but you have to be careful. Here are some actions you can take:
- Install an antivirus program- Installing an antivirus program and keeping it up to date can help defend your computer against viruses. Antivirus programs scan for viruses trying to get into your email, operating system, or files. New viruses appear daily, so set your antivirus software to install updates automatically.





