Home » Uncategorized
Category Archives: Uncategorized
Folder Hide
সফটওয়্যার ছাড়াই ফোল্ডার লুকান
কোনো সফটওয়্যার ছাড়াই Folder Hide করতে চাইলে প্রথমে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিতে হবে। এরপর Alt বাটন চেপে ধরে ফোল্ডারের নাম ০১৬০ দিন। দেখবেন কিছুই লেখা নেই, তারপর Enter দিন। দেখবেন নাম ছাড়াই ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার ফোল্ডারটির ওপর রাইট ক্লিক করে Properties এ গিয়ে customize এ ক্লিক করুন। এরপর change icon এ ক্লিক করুন। এখন নির্দেশিত স্থানে যে কোন একটি Blank Icon সেলেক্ট করে Ok করুন। দেখুন আপনার Folder Hide করা দেখা জাচ্ছে না।





