Home » Computer Protection

Category Archives: Computer Protection

কম্পিউটারকে ভাল রাখার সহজ কিছু পদ্ধতি

কম্পিউটারকে ভাল রাখার সহজ কিছু পদ্ধতি
কম্পিউটারকে ভাল রাখতে যে সব বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে তা হল-
সপ্তাহে অন্তত একবার ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন।
রিলায়েবল একটি আপডেটেড এন্টিভাইরাস ইউজ করুন, একাধিক এন্টিভাইরাস ইন্সটল করবেন না পিসিকে স্লো করে দেয়।
অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করা থেকে বিরত থাকুন।
কাজ শেষ হয়ে গেলে যে সব সফটওয়্যার আপাতত আর কাজে লাগবে না সেগুলি আনইন্সটল করুন।
CCleaner Utility ব্যবহার করতে পারেন।
Start menu-run ক্লিক করে লিখুন %Temp% এরপর ok করুন, দেখবেন অনেক ফাইল এসেছে এগুলি delete করুন।
Start menu-run ক্লিক করে লিখুন recent এরপর ok করুন, দেখবেন অনেক ফাইল এসেছে এগুলি delete করুন।
প্রত্যেক ড্রাইভে মিনিমাম ১৫% জায়গা খালি রাখুন।
পিসিতে ডিস্ক/পেন ড্রাইভ/মেমোরি যাই add করুন না কেন, অবশ্যই ওপেন করার আগে ভালো এন্টিভাইরাস দিয়ে চেক করে নিবেন।

facebook কম্পিউটারকে ভাল রাখার সহজ কিছু পদ্ধতিtwitter কম্পিউটারকে ভাল রাখার সহজ কিছু পদ্ধতিgoogle plus কম্পিউটারকে ভাল রাখার সহজ কিছু পদ্ধতিlinkedin কম্পিউটারকে ভাল রাখার সহজ কিছু পদ্ধতিmail কম্পিউটারকে ভাল রাখার সহজ কিছু পদ্ধতিby icon কম্পিউটারকে ভাল রাখার সহজ কিছু পদ্ধতি