Home » Computer Tips
Category Archives: Computer Tips
Power On your computer by 1 click
Power On your computer by 1 click
সাধারনত বোতাম চেপে ডেস্কটপ কম্পিউটার চালু করতে হয়। অনেক সময় এ বোতাম কাজ না করলে সেটির বিকল্প হিসেবে কিবোর্ড বা মাউস ব্যবহার করা যায়। গিগাবাইট মাদারবোর্ডে এমন সুবিধা আছে। তাছাড়া যেসব মাদারবোর্ডে বায়োসে পাওয়ার অন বাই কিবোর্ড বা মাউস সুবিধা দেয়া আছে। গিগাবাইট মাদারবোর্ড আছে এমন কম্পিউটার চালু করে Delete বোতাম চেপে বায়োসে ঢুকুন। এখানে Power Management Setup নির্বাচন করে এন্টার করুন। এখানে থাকা বিভিন্ন অপশন থেকে Power On by Mouse নির্বাচন করে এন্টার করুন। এবার Double Click নির্বাচন করে দিলে তখন মাউসের দুই ক্লিক করেই কম্পিউটার চালু করা যাবে। যদি এ তালিকা থেকে Power On by Keyboard নির্বাচন করেন, তাহলে কিবোর্ডের নির্দিষ্ট বোতাম চেপে কম্পিউটার চালু করা যাবে। এখান থেকে Password নির্বাচন করলে এটির নিচে KB Power on Password আসবে। সেটিতে এন্টার করে পর পর দুইবার পাসওয়ার্ড লিখে দিলে পাসওয়ার্ড ছাড়া কেউ কম্পিউটার চালুই করতে পারবে না। Power On by Keyboard থেকে Keyboard 98 নির্বাচন করলে কিবোর্ডের যে কোনো কি চেপে কম্পিউটার চালু করা যাবে। কাজ শেষে F10 চেপে সেটিংটি সংরক্ষন করে নিন। এখন কম্পিউটার শাটডাউন করে কিছুক্ষন পর মাউস বা কিবোর্ড চাপলেই কম্পিউটার চালু হবে।






Show always 100 percent usage
Why my computer show always 100 percent usage?
You should scan for spyware to make sure your computer is not infected. This can cause multiple programs and process to be loaded into CPU access and RAM thus making your CPU usage high. However, you should monitor it to make sure that the spikes in usage are temporary or constant. Constant would indicate a virus. Monitor it by pressing Ctrl-Alt-Del. This brings up the task manager. Check out the link below to see visuals. (more…)






Create New Drive
Create New Drive without Partition
নতুন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার এ দেখা যায় ড্রাইভ থাকে মাত্র একটি বা দুটি। তাই অনেক সময় প্রয়োজন পড়ে একাধিক ড্রাইভের। এবার আমরা তৈরি করি একাধিক ড্রাইভ কোনো সফটওয়্যার ছাড়াই।
প্রথমে My Computer এ ডান বাটন ক্লিক করে Manage এ যান। এবার Disk Management এ ক্লিক করুন। যে ড্রাইভকে ভেঙ্গে একাধিক ড্রাইভ করতে চান সেই ড্রাইভে ডান বাটন ক্লিক করে Shrink Volume এ ক্লিক করুন। কত GB বা সাইজের ড্রাইভ বানাতে চান তা লিখুন। Next এ ক্লিক করে ড্রাইভ লেটার দিন। ড্রাইভের নাম পরিবর্তন করতে চাইলে তা লিখুন এবং next এ ক্লিক করুন। দেখুন আপনার ড্রাইভ তৈরি হয়ে গেছে।






Color Picture in Black and White Background
Color Picture in Black and White Background
আমরা অনেক সময় সাদাকালো ব্যাকগ্রাউন্ড এ রঙিন ছবি দেখে থাকি। অর্থাৎ পুরো ছবিটি থাকে সাদাকালো পটভূমিতে, কিন্তু ছবির নির্দিষ্ট একটি অংশ থাকে রঙিন। আপনি ইচ্ছা করলে যেকোনো ছবির সাদাকালো পটভূমিতে ছবির নির্দিষ্ট স্থানে রঙিন করে দিতে পারেন। ফটোশপের মাধ্যমে কাঙ্ক্ষিত ছবিটি ওপেন করুন। এখন সবার ওপরে Layer menu থেকে New Adjustment Layer অপশন এ যান এবং Layer লেখা বক্সটি Ok করে দিন। এখন Hue/Saturation লেখা একটি বক্স আসবে। এখানে Hue লেখা স্লাইডারটি টেনে একেবারে বাঁপাশে নিয়ে আসুন অথবা Hue লেখা বক্সে ১৮০ লিখে দিন। এরপর Saturation লেখা বক্সটি টেনে একেবারে বাঁপাশে নিয়ে আসুন অথবা saturation লেখা বক্সে ১০০ লিখে দিন। এরপর OK দিন। এখন দেখুন আপনার পুরো ছবিটি সাদাকালো হয়ে গেছে। এখন টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন। এখন set foreground color অপশন থেকে foreground color হিসেবে কালো রঙ সেট করুন। এখন আপনি ছবির যে অংশটি রঙিন করতে চান সেখানে মাউস ড্রাগ করুন। তাহলেই দেখবেন কাঙ্ক্ষিত অংশটি রঙিন হচ্ছে। কাজ শেষ হলে JPG ফরম্যাটে ছবিটি সেভ করুন।






Shortcut commands in MS Word
Shortcut commands in MS Word
Ctrl+A=For Select All
Ctrl+B= For Bold Text
Ctrl+C= For Copy
Ctrl+D= Display Font Dialogue Box
Ctrl+E=For Center Alignment
Ctrl+F=Search Any Text
Ctrl+G= Go Any Page
Ctrl+H= For Replace Text
Ctrl+I= For Italic Text
Ctrl+J= For Justify Alignment
Ctrl+K= Create Hyperlink
Ctrl+L= For Left Alignment
Ctrl+M= For Give an Event
Ctrl+N= For New File
Ctrl+O= For Open Exiting File
Ctrl+P= For Print the Document
Ctrl+Q= For Spacing between Paragraph
Ctrl+R= For Right Alignment
Crtl+S= For Save File
Ctrl+T= For Change Events
Ctrl+U= For Underline
Ctrl+V= For Paste
Ctrl+W= For Close the File
Ctrl+Z= For Undo






USB Port
USB Port বন্ধ করুন
কম্পিউটারে ইউএসবি পোর্ট বন্ধ করতে চাইলে My Computer এর ওপর মাউসের রাইট ক্লিক করে Manage এ ক্লিক করুন। এবার Continue তে ক্লিক করে Device Manager এ ক্লিক করুন। এখানে Universal Serial Bus Controllers থেকে USB Root Hub সবার শেষের আগেরটাতে রাইট বাটন ক্লিক করে Disable করে দিন। তাহলে আপনার কম্পিউটারে আর Pen Drive/Modem যাই প্রবেশ করানো হোক না কেন, সেগুলো Show করবে না, আবার Enable করে দিলে Show করবে।






Easy Vedio Download from Youtube
ইউটিউব থেকে পছন্দের ভিডিও ডাউনলোড করুন খুব সহজে
ইউটিউব ভিজিট করেনা এমন নেট ব্যবহারকারী নেই বললেই চলে। আমরা প্রায় প্রতিনিয়ত ইউটিউবের দ্বারস্থ হয় কোন টিউটোরিয়াল, মুভি, নাটক, খেলাধুলা বা
অন্যান্য যে কোন বিষয়ের ভিডিওর জন্য। কিন্তু অনলাইনে বসে কি আর কোন ভিডিও দেখে মন ভরে। তখন মনে হয় যদি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারতাম। হ্যা, আপনি চাইলে খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। আজ আমরা আলোচনা করবো এ বিষয়টি নিয়েই। Easy Vedio Download from Youtube
তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন। (more…)






Increase Your Computer Sound
বাড়িয়ে নিন ল্যাপটপ শব্দ
উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা ইচ্ছা করলে কোনো সফটওয়্যার ছাড়াই ল্যাপটপের শব্দ বাড়িয়ে নিতে পারেন। এ জন্য আপনার ভলিউম বা স্পিকার আইকনের ওপর ডান ক্লিক করুন। এবার Playback device এর ওপর ক্লিক করুন এবং Speakers এর ওপর দুইবার ক্লিক করুন। এবার Enhancement ট্যাবের ওপর ক্লিক করুন এবং Loudness Equalization এর খালি বক্সে টিক মার্ক দিন। এবার Apply দিয়ে Ok দিন। Increase Your Computer Sound






Recover the Run
রান ফিরিয়ে আনা
উইন্ডোজ এক্সপির মতো উইন্ডোজ ৭ বা ভিস্তায়রান কমান্ড স্টার্ট মেনুতে থাকে না। স্টার্ট মেনুতে ফিরিয়ে আনতে স্টার্ট বাটনের ওপর রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবার Taskbar and Start Menu Properties খুলবে। এখান থেকে Start Menu নামক ট্যাবে ক্লিক করুন। তারপর Customize বাটনে ক্লিক করে Run Command নামক চেক বক্সটা খুঁজে বের করুন। বক্সটিতে চেক করে Ok দিন। এখন স্টার্ট মেনুতে রান কমান্ড পাওয়া যাবে। recover the run.





