Power On your computer by 1 click
সাধারনত বোতাম চেপে ডেস্কটপ কম্পিউটার চালু করতে হয়। অনেক সময় এ বোতাম কাজ না করলে সেটির বিকল্প হিসেবে কিবোর্ড বা মাউস ব্যবহার করা যায়। গিগাবাইট মাদারবোর্ডে এমন সুবিধা আছে। তাছাড়া যেসব মাদারবোর্ডে বায়োসে পাওয়ার অন বাই কিবোর্ড বা মাউস সুবিধা দেয়া আছে। গিগাবাইট মাদারবোর্ড আছে এমন কম্পিউটার চালু করে Delete বোতাম চেপে বায়োসে ঢুকুন। এখানে Power Management Setup নির্বাচন করে এন্টার করুন। এখানে থাকা বিভিন্ন অপশন থেকে Power On by Mouse নির্বাচন করে এন্টার করুন। এবার Double Click নির্বাচন করে দিলে তখন মাউসের দুই ক্লিক করেই কম্পিউটার চালু করা যাবে। যদি এ তালিকা থেকে Power On by Keyboard নির্বাচন করেন, তাহলে কিবোর্ডের নির্দিষ্ট বোতাম চেপে কম্পিউটার চালু করা যাবে। এখান থেকে Password নির্বাচন করলে এটির নিচে KB Power on Password আসবে। সেটিতে এন্টার করে পর পর দুইবার পাসওয়ার্ড লিখে দিলে পাসওয়ার্ড ছাড়া কেউ কম্পিউটার চালুই করতে পারবে না। Power On by Keyboard থেকে Keyboard 98 নির্বাচন করলে কিবোর্ডের যে কোনো কি চেপে কম্পিউটার চালু করা যাবে। কাজ শেষে F10 চেপে সেটিংটি সংরক্ষন করে নিন। এখন কম্পিউটার শাটডাউন করে কিছুক্ষন পর মাউস বা কিবোর্ড চাপলেই কম্পিউটার চালু হবে।





