Home » Computer Tips » Color Picture in Black and White Background

Color Picture in Black and White Background

Color Picture in Black and White Background

123 Color Picture in Black and White Background

আমরা অনেক সময় সাদাকালো ব্যাকগ্রাউন্ড এ রঙিন ছবি দেখে থাকি। অর্থাৎ পুরো ছবিটি থাকে সাদাকালো পটভূমিতে, কিন্তু ছবির নির্দিষ্ট একটি অংশ থাকে রঙিন। আপনি ইচ্ছা করলে যেকোনো ছবির সাদাকালো পটভূমিতে ছবির নির্দিষ্ট স্থানে রঙিন করে দিতে পারেন। ফটোশপের মাধ্যমে কাঙ্ক্ষিত ছবিটি ওপেন করুন। এখন সবার ওপরে Layer menu থেকে New Adjustment Layer অপশন এ যান এবং Layer লেখা বক্সটি Ok করে দিন। এখন Hue/Saturation লেখা একটি বক্স আসবে। এখানে Hue লেখা স্লাইডারটি টেনে একেবারে বাঁপাশে নিয়ে আসুন অথবা Hue লেখা বক্সে ১৮০ লিখে দিন। এরপর Saturation লেখা বক্সটি টেনে একেবারে বাঁপাশে নিয়ে আসুন অথবা saturation লেখা বক্সে ১০০ লিখে দিন। এরপর OK দিন। এখন দেখুন আপনার পুরো ছবিটি সাদাকালো হয়ে গেছে। এখন টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন। এখন set foreground color অপশন থেকে foreground color হিসেবে কালো রঙ সেট করুন। এখন আপনি ছবির যে অংশটি রঙিন করতে চান সেখানে মাউস ড্রাগ করুন। তাহলেই দেখবেন কাঙ্ক্ষিত অংশটি রঙিন হচ্ছে। কাজ শেষ হলে JPG ফরম্যাটে ছবিটি সেভ করুন।

facebook Color Picture in Black and White Backgroundtwitter Color Picture in Black and White Backgroundgoogle plus Color Picture in Black and White Backgroundlinkedin Color Picture in Black and White Backgroundmail Color Picture in Black and White Backgroundby icon Color Picture in Black and White Background

Calender

April 2024
M T W T F S S
« Jan    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930