If you forget to logout of facebook account
যদি অন্যের কম্পিউটারে বা মোবাইলে ফেইসবুক লগআউট করতে ভূলে যান
ফেইসবুক সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময়ই ফেইসবুক লগ আউট করতে ভূলে যাই। এটি সমস্যা হয়ে যায় যখন কোন সাইবার ক্যাফে বা অন্য কারও কম্পিউটারে বা মোবাইলে ফেইসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় লগ আউট করতে ভূলে গেলেন বা বিদ্যুৎ চলে গেল। এরকম সমস্যায় পরলে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকেই লগ আউট করতে পারবেন।
এ জন্য আপনাকে যা করতে হবে- আপনার কম্পিউটারে ফেইসবুক লগইন করুন। ডান পাশে উপরে সেটিং চিহ্ন থেকে একাউন্ট সেটিংস এ যান। নতুন একটি উইন্ডো ওপেন হবে। বাম পাশে উপরে সিকিউরিটি অপশন এ ক্লিক করলে উইন্ডোর মাঝের দিকে কতগুলো অপশন আসবে। এখানে অ্যাক্টিভ সেশন্স এ ক্লিক করুন। Setting-> Account Settings->Security->Active Sessions-> কারেন্ট সেশনে আপনার চলতি পিসির তথ্য দেখাবে আর অলসো অ্যাক্টিভ এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি কত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে। এবার অন্য কম্পিউটার লগ আউট করতে এন্ড এক্টিভিটিতে ক্লিক করতে হবে। একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যদি অন্য কারও কম্পিউটার বা মোবাইলে ফেইসবুক লগইন করেন সেই ক্ষেত্রে কখনই Keep me login বা Remember me এ ক্লিক করবেন না। অনেক সময় এগুলোতে টিক চিহ্ন দেয়া থাকে login এ ক্লিক করার আগে এখান থেকে টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। আর কখনই পাসওয়ার্ড ও সেইভ করবেন না।
আপনার আত্মীয়স্বজন, বন্ধবান্ধব, পরিচিত জন যারা এখনও কম্পিউটার জানেনা আপনি তাদেরকে উৎসাহিত করুন। ভিজিট করুন আমাদের কোর্স সমূহ – Our Courses





