সফটওয়্যার ছাড়াই লুকিয়ে রাখা যাবে হার্ডডিস্কের যেকোন ড্রাইভ
আমাদের অনেক ব্যাক্তিগত তথ্য কম্পিউটারের মধ্যে রাখি, যেগুলো আমরা অন্যদের সাথে শেয়ার করতে বা দেখাতে চাই না। সে ক্ষেত্রে আপনি চাইলে হার্ডডিস্কের যেকোন ড্রাইভ সব তথ্য সহ লুকিয়ে রাখতে পারবেন কোন সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই। এজন্য আপনাকে যা করতে হবে তা হল-
প্রথমে start menu থেকে Run এ যেতে হবে বা কীবোর্ড থেকে Windows+R প্রেস করতে হবে। এরপর সেখানে cmd লিখে enter press করলে command prompt চালু হবে। command prompt চালু হলে সেখানে diskpart লিখে আবার enter press করুন। আর যারা windows 7 ব্যবহার করেন সেই ক্ষেত্রে একটি notification আসবে। সেটাতে yes করে দিলেই নতুন একটি command prompt চালু হবে। সেখানে diskpart> এর পরে লিখুন list volume এবং enter press করুন। এরপর দেখবেন সব কটি ড্রাইভের একটি তালিকা চলে আসবে। এখন যে ড্রাইভটি আপনি লুকিয়ে রাখতে চান সেটির volume number লিখুন। আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন প্রতিটি ড্রাইভের পাশেই এর volume number দেয়া আছে। যেমন- আপনি যদি E:\ Drive লুকাতে চান তাহলে E:\ Drive এর volume number লিখে enter press করুন। E:\ Drive এর volume number 4 হলে লিখুন diskpart>select volume 4, তাহলে আপনার E:\ volume নির্বাচন করা হয়ে যাবে। তারপর হাইড করার জন্য লিখুন diskpart>remove letter E, তাহলে আপনার নির্বাচিত ড্রাইভটি হাইড হয়ে যাবে। এবার My Computer এ গেলে আপনি আর ড্রাইভটি দেখতে পাবেন না। যদি ড্রাইভটি আবার দেখতে চান, তাহলে হাইড ড্রাইভটি একই নিয়মে নির্বাচন করে লিখুন assign letter E এবং command prompt বন্ধ করে দিন। এবারে আপনি আবার ড্রাইভটি দেখতে পাবেন।





