Home » Computer Tips » You can save your time by run command- computer tips

You can save your time by run command- computer tips

 

রান কমান্ড ব্যবহারের মাধ্যমে আপনি সময় বাচাতে পারেন

আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা উইন্ডোজের বিভিন্ন সুযোগ-সুবিধা বা বিভিন্ন এপ্লিকেশনে শুধু রান কমান্ড দিয়ে খুব সহজেই যেতে পারেন। এতে আপনার অনেক সময় বেঁচে যাবে। এই রান কমান্ড ব্যবহার করার জন্য প্রথমে উইন্ডোজ কী + R চেপে সরাসরি রান-এ যেতে হবে। এরপর নির্দিষ্ট কমান্ড দিয়ে আপনার পছন্দনীয় যেকোন প্রোগ্রামে সরাসরি চলে যেতে পারবেন।

  • ক্যালকুলেটর খুলতে চাইলে calc লিখে এন্টার প্রেস করুন।
  • যেকোন ড্রাইভে যেতে C:, D:, E: এভাবে লিখে এন্টার প্রেস করুন।
  • বিভিন্ন চিহ্ন খুঁজে পেতে charmap লিখে এন্টার প্রেস করুন।
  • পাওয়ার অপশন এ যেতে powercfg,cpl লিখে এন্টার প্রেস করুন।
  • রেজিস্ট্রি এডিটরে যেতে regedit লিখে এন্টার প্রেস করুন।
  • রিমোট ডেস্কটপে যেতে mstsc লিখে এন্টার প্রেস করুন।
  • কন্ট্রোল প্যানেল এ ঢুকতে control লিখে এন্টার প্রেস করুন।
  • ডিস্ক ক্লিন আপ চালু করতে cleanmgr লিখে এন্টার প্রেস করুন।
  • মাউস প্রোপারটিজ এ ঢুকতে main.cpl লিখে এন্টার প্রেস করুন।
  • সাউন্ড এন্ড অডিওতে ঢুকতে mmsys.cpl লিখে এন্টার প্রেস করুন।
  • ডিভাইস ম্যানেজার এ ঢুকতে devmgmt.msc লিখে এন্টার প্রেস করুন।
  • ফন্টসে ঢুকতে fonts লিখে এন্টার প্রেস করুন।
  • উইন্ডোজ সিকিউরিটি সেন্টারে যেতে wscui.cpl লিখে এন্টার প্রেস করুন।
  • টাস্ক ম্যানেজার চালু করতে taskmgr লিখে এন্টার প্রেস করুন।
  • সিস্টেম কনফিগারেশনে যেতে sysedit লিখে এন্টার প্রেস করুন।
  • রিজিয়ন এন্ড ল্যাঙ্গুয়েজ এডিটরে যেতে intl.cpl লিখে এন্টার প্রেস করুন।
  • স্টার্ট আপ মেনুতে যেতে msconfig লিখে এন্টার প্রেস করুন।
  • হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভ লুকানো সহ বিভিন্ন কাজে যেতে gpedit.msc লিখে এন্টার প্রেস করুন।
  • ইন্টারনেট প্রোপারটিজ দেখতে চাইলে inetcpl.cpl লিখে এন্টার প্রেস করুন।
  • অন স্ক্রীন কিবোর্ড চালু করতে osk লিখে এন্টার প্রেস করুন।

 

facebook You can save your time by run command  computer tipstwitter You can save your time by run command  computer tipsgoogle plus You can save your time by run command  computer tipslinkedin You can save your time by run command  computer tipsmail You can save your time by run command  computer tipsby icon You can save your time by run command  computer tips

Calender

June 2023
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930