রান কমান্ড ব্যবহারের মাধ্যমে আপনি সময় বাচাতে পারেন
আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা উইন্ডোজের বিভিন্ন সুযোগ-সুবিধা বা বিভিন্ন এপ্লিকেশনে শুধু রান কমান্ড দিয়ে খুব সহজেই যেতে পারেন। এতে আপনার অনেক সময় বেঁচে যাবে। এই রান কমান্ড ব্যবহার করার জন্য প্রথমে উইন্ডোজ কী + R চেপে সরাসরি রান-এ যেতে হবে। এরপর নির্দিষ্ট কমান্ড দিয়ে আপনার পছন্দনীয় যেকোন প্রোগ্রামে সরাসরি চলে যেতে পারবেন।
- ক্যালকুলেটর খুলতে চাইলে calc লিখে এন্টার প্রেস করুন।
- যেকোন ড্রাইভে যেতে C:, D:, E: এভাবে লিখে এন্টার প্রেস করুন।
- বিভিন্ন চিহ্ন খুঁজে পেতে charmap লিখে এন্টার প্রেস করুন।
- পাওয়ার অপশন এ যেতে powercfg,cpl লিখে এন্টার প্রেস করুন।
- রেজিস্ট্রি এডিটরে যেতে regedit লিখে এন্টার প্রেস করুন।
- রিমোট ডেস্কটপে যেতে mstsc লিখে এন্টার প্রেস করুন।
- কন্ট্রোল প্যানেল এ ঢুকতে control লিখে এন্টার প্রেস করুন।
- ডিস্ক ক্লিন আপ চালু করতে cleanmgr লিখে এন্টার প্রেস করুন।
- মাউস প্রোপারটিজ এ ঢুকতে main.cpl লিখে এন্টার প্রেস করুন।
- সাউন্ড এন্ড অডিওতে ঢুকতে mmsys.cpl লিখে এন্টার প্রেস করুন।
- ডিভাইস ম্যানেজার এ ঢুকতে devmgmt.msc লিখে এন্টার প্রেস করুন।
- ফন্টসে ঢুকতে fonts লিখে এন্টার প্রেস করুন।
- উইন্ডোজ সিকিউরিটি সেন্টারে যেতে wscui.cpl লিখে এন্টার প্রেস করুন।
- টাস্ক ম্যানেজার চালু করতে taskmgr লিখে এন্টার প্রেস করুন।
- সিস্টেম কনফিগারেশনে যেতে sysedit লিখে এন্টার প্রেস করুন।
- রিজিয়ন এন্ড ল্যাঙ্গুয়েজ এডিটরে যেতে intl.cpl লিখে এন্টার প্রেস করুন।
- স্টার্ট আপ মেনুতে যেতে msconfig লিখে এন্টার প্রেস করুন।
- হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভ লুকানো সহ বিভিন্ন কাজে যেতে gpedit.msc লিখে এন্টার প্রেস করুন।
- ইন্টারনেট প্রোপারটিজ দেখতে চাইলে inetcpl.cpl লিখে এন্টার প্রেস করুন।
- অন স্ক্রীন কিবোর্ড চালু করতে osk লিখে এন্টার প্রেস করুন।





