Computer Tips

Create New Drive

Create New Drive without Partition

নতুন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার এ দেখা যায় ড্রাইভ থাকে মাত্র একটি বা দুটি। তাই অনেক সময় প্রয়োজন পড়ে একাধিক ড্রাইভের। এবার আমরা তৈরি করি একাধিক ড্রাইভ কোনো সফটওয়্যার ছাড়াই।

প্রথমে My Computer এ ডান বাটন ক্লিক করে Manage এ যান। এবার Disk Management এ ক্লিক করুন। যে ড্রাইভকে ভেঙ্গে একাধিক ড্রাইভ করতে চান সেই ড্রাইভে ডান বাটন ক্লিক করে Shrink Volume এ ক্লিক করুন। কত GB বা সাইজের ড্রাইভ বানাতে চান তা লিখুন। Next এ ক্লিক করে ড্রাইভ লেটার দিন। ড্রাইভের নাম পরিবর্তন করতে চাইলে তা লিখুন এবং next এ ক্লিক করুন। দেখুন আপনার ড্রাইভ তৈরি হয়ে গেছে।

facebook Create New Drivetwitter Create New Drivegoogle plus Create New Drivelinkedin Create New Drivemail Create New Driveby icon Create New Drive

Color Picture in Black and White Background

Color Picture in Black and White Background

123 Color Picture in Black and White Background

আমরা অনেক সময় সাদাকালো ব্যাকগ্রাউন্ড এ রঙিন ছবি দেখে থাকি। অর্থাৎ পুরো ছবিটি থাকে সাদাকালো পটভূমিতে, কিন্তু ছবির নির্দিষ্ট একটি অংশ থাকে রঙিন। আপনি ইচ্ছা করলে যেকোনো ছবির সাদাকালো পটভূমিতে ছবির নির্দিষ্ট স্থানে রঙিন করে দিতে পারেন। ফটোশপের মাধ্যমে কাঙ্ক্ষিত ছবিটি ওপেন করুন। এখন সবার ওপরে Layer menu থেকে New Adjustment Layer অপশন এ যান এবং Layer লেখা বক্সটি Ok করে দিন। এখন Hue/Saturation লেখা একটি বক্স আসবে। এখানে Hue লেখা স্লাইডারটি টেনে একেবারে বাঁপাশে নিয়ে আসুন অথবা Hue লেখা বক্সে ১৮০ লিখে দিন। এরপর Saturation লেখা বক্সটি টেনে একেবারে বাঁপাশে নিয়ে আসুন অথবা saturation লেখা বক্সে ১০০ লিখে দিন। এরপর OK দিন। এখন দেখুন আপনার পুরো ছবিটি সাদাকালো হয়ে গেছে। এখন টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন। এখন set foreground color অপশন থেকে foreground color হিসেবে কালো রঙ সেট করুন। এখন আপনি ছবির যে অংশটি রঙিন করতে চান সেখানে মাউস ড্রাগ করুন। তাহলেই দেখবেন কাঙ্ক্ষিত অংশটি রঙিন হচ্ছে। কাজ শেষ হলে JPG ফরম্যাটে ছবিটি সেভ করুন।

facebook Color Picture in Black and White Backgroundtwitter Color Picture in Black and White Backgroundgoogle plus Color Picture in Black and White Backgroundlinkedin Color Picture in Black and White Backgroundmail Color Picture in Black and White Backgroundby icon Color Picture in Black and White Background

Shortcut commands in MS Word

Shortcut commands in MS Word

Ctrl+A=For Select All

Ctrl+B= For Bold Text

Ctrl+C= For Copy

Ctrl+D= Display Font Dialogue Box

Ctrl+E=For Center Alignment

Ctrl+F=Search Any Text

Ctrl+G= Go Any Page

Ctrl+H= For Replace Text

Ctrl+I= For Italic Text

Ctrl+J= For Justify Alignment

Ctrl+K= Create Hyperlink

Ctrl+L= For Left Alignment

Ctrl+M= For Give an Event

Ctrl+N= For New File

Ctrl+O= For Open Exiting File

Ctrl+P= For Print the Document

Ctrl+Q= For Spacing between Paragraph

Ctrl+R= For Right Alignment

Crtl+S= For Save File

Ctrl+T= For Change Events

Ctrl+U= For Underline

Ctrl+V= For Paste

Ctrl+W= For Close the File

Ctrl+Z= For Undo

facebook Shortcut commands in MS Wordtwitter Shortcut commands in MS Wordgoogle plus Shortcut commands in MS Wordlinkedin Shortcut commands in MS Wordmail Shortcut commands in MS Wordby icon Shortcut commands in MS Word

USB Port

USB Port বন্ধ করুন

কম্পিউটারে ইউএসবি পোর্ট বন্ধ করতে চাইলে My Computer এর ওপর মাউসের রাইট ক্লিক করে Manage এ ক্লিক করুন। এবার Continue তে ক্লিক করে Device Manager এ ক্লিক করুন। এখানে Universal Serial Bus Controllers থেকে USB Root Hub সবার শেষের আগেরটাতে রাইট বাটন ক্লিক করে Disable করে দিন। তাহলে আপনার কম্পিউটারে আর Pen Drive/Modem যাই প্রবেশ করানো হোক না কেন, সেগুলো Show করবে না, আবার Enable করে দিলে Show করবে।

facebook USB Porttwitter USB Portgoogle plus USB Portlinkedin USB Portmail USB Portby icon USB Port

Folder Hide

সফটওয়্যার ছাড়াই ফোল্ডার লুকান

কোনো সফটওয়্যার ছাড়াই Folder Hide করতে  চাইলে প্রথমে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিতে হবে। এরপর Alt বাটন চেপে ধরে ফোল্ডারের নাম ০১৬০ দিন। দেখবেন কিছুই লেখা নেই, তারপর Enter দিন। দেখবেন নাম ছাড়াই ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার ফোল্ডারটির ওপর রাইট ক্লিক করে Properties এ গিয়ে customize এ ক্লিক করুন। এরপর change icon এ ক্লিক করুন। এখন নির্দেশিত স্থানে যে কোন একটি Blank Icon সেলেক্ট করে Ok করুন। দেখুন আপনার  Folder Hide করা দেখা জাচ্ছে না।

facebook Folder Hidetwitter Folder Hidegoogle plus Folder Hidelinkedin Folder Hidemail Folder Hideby icon Folder Hide

Facebook Privacy settings

ফেসবুকে অনাকাঙ্ক্ষিত ট্যাগ বন্ধ করুন।

ফেসবুকের অন্যতম জনপ্রিয় সুবিধা হলো ছবিতে ট্যাগ করা। অনেক সময় ফেসবুকে বন্ধুরা অনাকাঙ্ক্ষিত কিছু ছবিতে ট্যাগ করে আপনাকে বিব্রত করতে পারেন। এ ছাড়া সেসব ছবি দিয়ে অন্য বন্ধুদেরও নিউজফিড ভরে যায়। ফলে অনেক অনিচ্ছা থাকা সত্তেও পরিচিত বন্ধুদের ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দিতে বাধ্য হন। এ ঝামেলা এড়াতে ট্যাগ করাটাকে নিয়ন্ত্রন করতে পারবেন Privacy Settings গিয়ে। এ জন্য প্রথমে (more…)

facebook Facebook Privacy settingstwitter Facebook Privacy settingsgoogle plus Facebook Privacy settingslinkedin Facebook Privacy settingsmail Facebook Privacy settingsby icon Facebook Privacy settings

Easy Vedio Download from Youtube

ইউটিউব থেকে পছন্দের ভিডিও ডাউনলোড করুন খুব সহজে

ইউটিউব ভিজিট করেনা এমন নেট ব্যবহারকারী নেই বললেই চলে। আমরা প্রায় প্রতিনিয়ত ইউটিউবের দ্বারস্থ হয় কোন টিউটোরিয়াল, মুভি, নাটক, খেলাধুলা বা
অন্যান্য যে কোন বিষয়ের ভিডিওর জন্য। কিন্তু অনলাইনে বসে কি আর কোন ভিডিও দেখে মন ভরে। তখন মনে হয় যদি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারতাম। হ্যা, আপনি চাইলে খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। আজ আমরা আলোচনা করবো এ বিষয়টি নিয়েই। Easy Vedio Download from Youtube

তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন। (more…)

facebook Easy Vedio Download from Youtubetwitter Easy Vedio Download from Youtubegoogle plus Easy Vedio Download from Youtubelinkedin Easy Vedio Download from Youtubemail Easy Vedio Download from Youtubeby icon Easy Vedio Download from Youtube

Increase Your Computer Sound

বাড়িয়ে নিন ল্যাপটপ শব্দ

উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা ইচ্ছা করলে কোনো সফটওয়্যার ছাড়াই ল্যাপটপের শব্দ বাড়িয়ে নিতে পারেন। এ জন্য আপনার ভলিউম বা স্পিকার আইকনের ওপর ডান ক্লিক করুন। এবার Playback device এর ওপর ক্লিক করুন এবং Speakers এর ওপর দুইবার ক্লিক করুন। এবার Enhancement ট্যাবের ওপর ক্লিক করুন এবং Loudness Equalization এর খালি বক্সে টিক মার্ক দিন। এবার Apply দিয়ে Ok দিন। Increase Your Computer Sound

facebook Increase Your Computer Soundtwitter Increase Your Computer Soundgoogle plus Increase Your Computer Soundlinkedin Increase Your Computer Soundmail Increase Your Computer Soundby icon Increase Your Computer Sound

Recover the Run

রান ফিরিয়ে আনা

উইন্ডোজ এক্সপির মতো উইন্ডোজ ৭ বা ভিস্তায়রান কমান্ড স্টার্ট মেনুতে থাকে না। স্টার্ট মেনুতে ফিরিয়ে আনতে স্টার্ট বাটনের ওপর রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবার Taskbar and Start Menu Properties খুলবে। এখান থেকে Start Menu নামক ট্যাবে ক্লিক করুন। তারপর Customize বাটনে ক্লিক করে Run Command নামক চেক বক্সটা খুঁজে বের করুন। বক্সটিতে চেক করে Ok দিন। এখন স্টার্ট মেনুতে রান কমান্ড পাওয়া যাবে। recover the run.

facebook Recover the Runtwitter Recover the Rungoogle plus Recover the Runlinkedin Recover the Runmail Recover the Runby icon Recover the Run

Recover the hidden files

ভাইরাসে লুকানো পেনড্রাইভের ফাইল উদ্ধার 

অনেক সময় দেখা যায়, পেনড্রাইভে ভাইরাসের আক্রমণের ফলে পেনড্রাইভের ফাইল আর দেখা যায় না। কিন্তু ফাইলগুলো পেনড্রাইভের জায়গা দখল করে আছে। সেই লুকানো ফাইলগুলো দেখার জন্য প্রথমে My Computer এ Right click করে Properties এ যান। সেখানে Organize থেকে Folder and Search Option নির্বাচন করে view তে ক্লিক করুন। এখন Show hidden files and folders  এ টিক চিহ্ন দিন এবং Hide Extensions ও Hide Protected বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে ok করুন। এখন দেখবেন পেনড্রাইভে আপনার ফাইল, ফোল্ডারগুলো লুকায়িত অবস্থায় দেখা যাবে।

(more…)

facebook Recover the hidden filestwitter Recover the hidden filesgoogle plus Recover the hidden fileslinkedin Recover the hidden filesmail Recover the hidden filesby icon Recover the hidden files

Calender

April 2024
M T W T F S S
« Jan    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930