ভাইরাসে লুকানো পেনড্রাইভের ফাইল উদ্ধার
অনেক সময় দেখা যায়, পেনড্রাইভে ভাইরাসের আক্রমণের ফলে পেনড্রাইভের ফাইল আর দেখা যায় না। কিন্তু ফাইলগুলো পেনড্রাইভের জায়গা দখল করে আছে। সেই লুকানো ফাইলগুলো দেখার জন্য প্রথমে My Computer এ Right click করে Properties এ যান। সেখানে Organize থেকে Folder and Search Option নির্বাচন করে view তে ক্লিক করুন। এখন Show hidden files and folders এ টিক চিহ্ন দিন এবং Hide Extensions ও Hide Protected বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে ok করুন। এখন দেখবেন পেনড্রাইভে আপনার ফাইল, ফোল্ডারগুলো লুকায়িত অবস্থায় দেখা যাবে।
পেনড্রাইভে করে কোন ফাইল বা ফোল্ডার অন্য কোনো কম্পিউটারে নিতে চাইলে সেগুলো জিপ করে নিবেন। জিপ করা ফাইলে ভাইরাস আক্রমন করে না। কোনো ফাইল বা ফোল্ডার জিপ করতে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Compress(Zipped) এ ক্লিক করুন। দেখবেন জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All তে ক্লিক করে পরপর দুইবার Next এ ক্লিক করে দেখবেন আনজিপ হয়ে গেছে। Recover the hidden files





