Home » Mobile Info » Tracking mobile

Tracking mobile

হারিয়ে যাবার পর আপনার মোবাইলকে ট্রেস করুন

মোবাইল ফোন বর্তমানে আমাদের একটি নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে দাড়িয়েছে। মোবাইল ছাড়া একটা দিনও কল্পনা করা দুঃসাধ্য ব্যাপার। আর এই শখের মোবাইল যখন হারিয়ে যায় তখনি বুঝা যায় এর মূল্য কতটুকু। আজ আপনাদের বলবো কখনো প্রিয় মোবাইলটি হারিয়ে গেলে কিভাবে সহজেই আপনি সেটিকে ট্রেস করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। আপনার মোবাইল থেকে *#০৬# চাপুন।
২। এবার আপনি ১৫ সংখ্যার একটি নাম্বার দেখতে পাবেন। এটাকে IMEI no বলা হয়। IMEI no টি আপনি কোন জায়গায় লিখে রাখুন। কারন আপনার মোবাইল টি হারিয়ে গেলে নাম্বারটি আপনার মোবাইলটি খুঁজে পেতে সাহায্য করবে।
৩। যদি আপনার মোবাইলটি হারিয়ে যায় তাহলে আপনাকে শুধু এই এড্রেসে একটি মেইল করতে হবে। cop@vsnl.net
৪। মেইল করার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে GPRS এবং Internet এর মাধ্যমে আপনার মোবাইলটি ট্রেস করা হবে। যে সব তথ্য সহ আপনি মেইল করবেনঃ
Your Name:
Address:
Phone Model:
Make:
Last Used No:
E-mail for communication:
Missed Date:
IMEI No:
৫। এছাড়া নেটে অনেক রকমের সাইট আছে যেখানে আপনি রেজিস্ট্রেশন করলে তারা আপনার মোবাইল ট্রেস করে দেবে। http://www.trackimei.com
৬। চাইলে পূর্ব থেকে আপনার মোবাইলে মোবাইল ট্রাকার ইন্সটল করতে পারেন। এতে আপনি নিজেই মোবাইল খুঁজে পেতে পারবেন।

facebook Tracking mobiletwitter Tracking mobilegoogle plus Tracking mobilelinkedin Tracking mobilemail Tracking mobileby icon Tracking mobile

Calender

July 2024
M T W T F S S
« Jan    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031